স্টাফ রিপোর্টার(বরিশাল): পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিলো স্বামী। এসময় স্ত্রীর প্রেমিকের হামলায় গুরুতর আহত হয়েছেন স্বামী কৃষ্ণ কান্ত বাড়ৈ (৪২)। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের পশ্চিমপাড়া এলাকার। সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষ্ণ কান্ত বাড়ৈ জানান, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী সুশান্ত বাড়ৈর সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তিনি আরও জানান, রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তিনি বাড়িতে না থাকার সুবাধে তার বসত ঘরে প্রবেশ করে সুশান্ত। আকস্মিক তিনি ঘরে ঢুকে তার স্ত্রী ও সুশান্তকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় সুশান্ত তাকে (কৃষ্ণ কান্ত) পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী মডেল থানার এসআই মো. রেদওয়ান জানান, এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সুশান্ত বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post