লালমনিরহাট প্রতিনিধি: আদিতমারী থানা পুলিশ নামুরী গ্রামে এক গৃহবধূ কে উদ্ধার করেছে। গৃহবধূ কে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রেখে নির্যাতন করছিল পাষন্ড স্বামী মমিনুল ইসলাম(২৫)। পুলিশ এসময় স্বামীকেও গ্রেফতার করে।বৃহস্পতিবার রাতে ওই গৃহবধুকে উদ্ধার করে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর বাবা নুরুজ্জামান থানায় এসে মেয়ে কে উদ্ধারের আবেদন করে। পুলিশ মেয়েকে উদ্ধার করে । একই সময় স্বামী মমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমিনুল জেলার আদিতমারী উপজেলার নামুরী দোলাপাড়া গ্রামের মোকতার আলীর পুত্র। কয়েক বছর আগে পারিবারিক ভবে মমিনুলের সাথে নির্যাতিতা গৃহবধূ বিয়ে হয়। নেশার টাকা প্রয়োজনে যৌতুকের দাবিতে অকথ্য নির্যাতন করে আসছিল স্ত্রীকে। গৃহবধূ জানায়, বিয়ের পরে জানতে পারি স্বামী মাদকাসক্ত। প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে এসে অকারনে নির্যাতন করত। তাকে বাড়ির বাহিরে যেতে দিত না। প্রতিবেশী কারও সাথে কথা বললে সন্দেহ করত। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post