কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় স্কুল ছাত্রী লামিয়ার (১৩) মরদেহ পুলিশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়া থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত মো: মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। ইটবাড়িয়া গ্রামের এক বাড়িতে লামিয়ার বাবা সোহাগ হাওলাদার স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তিনি একটি ইটভাটায় কাজ করেন। সন্ধ্যায় লামিয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। দ্রুত তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিয়া কলাপাড়া পৌরসভার হাজী সোবহান সিকদার মডেল একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
Discussion about this post