স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রথমবারের মতো প্রো লিগে জয় পেল সৌদি ক্লাব আল-নাসরের। সাদিও মানির দুই গোল ও রোনালদোর হ্যাটট্রিকে ৫ গোলের বড় জয় পেয়েছে আল-নাসর। এর আগে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল আল-নাসর। সেই দুই ম্যাচে অবশ্য কোনো গোল পাননি রোনালদো। শুক্রবার (২৫ আগস্ট) আল ফাতেহর বিপক্ষে বড় জয়ের পর প্রথম দুই ম্যাচে আল-নাসর অবশেষে ঘুরে দাঁড়াল। খেলার প্রথম থেকেই বল দখলে রেখেছিল আল নাসর। একের পর এক আক্রমণে রোনালদোর অ্যাসিস্টে খেলার ২৭তম মিনিটে গোল পেয়ে যান সাদিও মানে। এরপর খেলার ৩৮তম মিনিটে হেডে জালে বল পাঠান রোনালদো। ম্যাচের ৫৫ মিনিটে বিরতির পর রোনালদোকে তাঁর দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুলরহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে গিয়ে সহজেই বল জালে ঢোকান রোনালদো। ৮১ মিনিটে রোনালদোকে অ্যাসিস্ট করা ঘারিব সহায়ক হয়ে ওঠেন মানের জন্য। তাঁর বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে। তবে ৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হয়। এরপর হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগটি কাজে লাগান ক্রিস্টিয়ানো রোনালদো। গোলপোস্টের দিকে নওয়াফ বুশালের বাড়ানো বল পা ছুঁয়ে দেন পর্তুগিজ তারকা। এর মধ্য দিয়ে পেয়ে গেলেন ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক, যার ফলে মেসিকে পেছনে ফেলে এখন হ্যাটট্রিকে শীর্ষে রোনালদো। এদিকে ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে লিগের ১২ নম্বরে অবস্থান করছে আল নাসর। ৯ পয়েন্ট করে নিয়ে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।
Discussion about this post