লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পারিবারে সচ্ছলতা আনতে গত তিন বছর আগে সৌদি আরব পাড়ি দেন মাহাবুব আলম মাবু (৪২)। চলতি মাসেই দেশে ফেরার কথা ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি, গত ১ আগস্ট সোমবার সকালে সৌদি আরবের আবাহা মাহাইল এলাকয় একটি মসজিদের মিনারে রঙ করার সময় পড়ে গিয়ে প্রাণ হারান তিনি। নিহত মাহাবুব আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের নেয়াজর টেক রুনু তালুকদার পাড়ায়। তার স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। নিহতের ছেলে আনাস জনায়, তার বাবা তিন বছর আগে সৌদি আরবে যান। সেখানে রঙের কাজ করতেন তিনি। গত সোমবার সকালে মসজিদের মিনারে রঙ করার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি বলেন, পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আর্থিক অভাবে এখন লাশ দেশে আনা প্রায় অনিশ্চিত।
Discussion about this post