ঢাকা: সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত ২৬ হাজার ৫০৪ জন হাজি দেশে ফিরেছেন। সোমবার রাত ২টায় (রবিবার দিবাগত রাত) হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, হাজিদের নিয়ে এ পর্যন্ত ৭২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি। এবার মোট ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। তাদের বহন করতে ফ্লাইট পরিচালিত হয় ১৬৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে পরিবহন করেছে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটে পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটে পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। গত ১৪ জুলাই হাজিদের নিয়ে প্রথম ফ্লাইট দেশে ফেরে। গত ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
Discussion about this post