আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রথমবারের মতো চালু হচ্ছে সাংস্কৃতিক টিভি চ্যানেল। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এবং এমবিসি গ্রুপ একটি সাংস্কৃতিক টিভি চ্যানেল চালু এবং সম্প্রচারের জন্য সব প্রস্তুত সম্পন্ন করেছে। সৌদির ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ ও বিশ্বে পরিচিত করে তুলতে ২৪ ঘণ্টাই বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। স্যাটেলাইট এবং ডিজিটাল উভয় চ্যানেলে এমবিসি প্যাকেজের অংশ হিসাবে চ্যানেলটি আগামী সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে। চ্যানেলটিতে ভিন্ন আঙ্গিকে শিল্পকলা, সাহিত্য, ঐতিহ্য, কবিতা, থিয়েটার, সিনেমা, ডিজাইন, ফ্যাশন এবং রন্ধনশিল্পসহ অনন্য সৌদি তুলে আনা হবে। দেশটির সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান এবং এমবিসি গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলওয়ালিদ বিন ইব্রাহিন আল-ব্রাহিম বুধবার (১৬ আগস্ট) টিভি চ্যানেলটি চালু ও পরিচালনাবিষয়ক একটি চুক্তিতে সই করেছেন। চুক্তিতে একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার পাশাপাশি মানসম্পন্ন প্রামাণ্যচিত্র, পডকাস্ট ও ভিডিও ক্লিপ তৈরির ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে যা তরুণ দর্শকদের রুচিশীল চাহিদাও পূরণ করবে।
Discussion about this post