আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। আল জাজিরা জানায়, শনিবার একটি রেস্তোরাঁয় স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিবিদদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে আল শাবাব জানায়, তাদের এক সদস্য বোমা হামলার ঘটনা ঘটায়। সম্প্রতি সোমালিয়াতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিয়মিত হামলার ঘটনা ঘটছে। পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, বোমা হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তা ছাড়া এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। ওই এলাকায় এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলেও জানান তিনি।একজন প্রত্যক্ষদর্শী জানান, বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার পর আহতদের সরিয়ে নিতে উপস্থিত সবাই সাহায্য করেন। স্থানীয় প্রবীণ অ্যাডেন ফারাহ বলেন, আমি সেনা ও বেসামরিক নাগরিকসহ সাতজনের মৃতদেহ দেখেছি। গত ২৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, যেসব সরকারি কর্মকর্তা সোমালিয়ায় স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে, তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। এ ছাড়া তাদের যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল করা হবে।
Discussion about this post