স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিংমলের ৭ম তলায় রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব আয়োজিত গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে সংবর্ধিত গুণী ব্যক্তিদের সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামির সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্রেন্সি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল প্রেস কমিডনিটি অব বাংলাদেশ এর সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ সভাপতি আনজুমান আরা শিল্পী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, দৈনিক যুগান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমীন তুষার, আর জে এফ এর সভাপতি মো. মইন আল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফাহাদুল ইসলাম, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইএফজেএ)’র সভাপতি, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি)’র সহ সভাপতি, সময় নিউজ ২৪ ডটকমের সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, ইন্টারন্যাশনাল প্রেস কমিডনিটি অব বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগের দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক নাজু মির্জা, ইন্টারন্যাশনাল প্রেস কমিডনিটি অব বাংলাদেশ এর অর্থ সম্পাদক আফরোজা আক্তার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, এশিয়ান নারী ও শিশু আধিকার ফাউন্ডেশনের সভাপতি সরদার এম এ মহিনসহ সোনারগাঁও মিডিয়া প্রেস ক্লাবের সকল সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব মাষ্টার, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার, সহ-সভাপতি মো. তপন মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের সময় সোনারগাঁ প্রতিনিধি মো. মোক্তার হোসেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মো. রিপন রেজা, দপ্তর সম্পাদক মো. মামুন ভূইয়া, সাথি, রুনা, তুহিন, আল আমিন, নয়ন সরকার, জুলি, বিউটি, শাহরুখ, আলেয়া, আপন, ফারিয়া, তমাসহ প্রমুখ। পরে গুণীজনদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। যারা স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন তারা হলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফ্রেন্সি, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ এর সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ সভাপতি আনজুমান আরা শিল্পী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান। তারা ন্যায় ও সত্যের পক্ষে বলিষ্ঠ সংবাদের মাধ্যমে সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post