স্পোর্টস রিপোর্ট: চলতি বছরের নবেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের উত্তাপ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিশ্বকাপে সেরা হওয়ার বুনছেন আসরের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ প্রসঙ্গে দুর্দান্ত ফর্মে থাকা মেসি-মারিয়াদের গোলরক্ষক বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই। তাই আমাকে সবসময় বড় কিছুই ভাবতে হবে। বন্ধুদের সঙ্গে কফি খেতেও যাই না আমি। নিজের খেলার প্রতি আমি পুরোপুরি নিবেদিত। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হতে চাই আমি।’ গত বছরের জুলাইয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়। যেখানে সেরা গোলরক্ষক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। শুধু তাই নয়? জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ কেমন তা পাননি আর্জেন্টিনার এই গোলরক্ষক। তিনি গোলবারের নিচে থাকা একটি ম্যাচও হারেনি আলবিসেলেস্তেরা। এই সময়ের মধ্যে ১৯ ম্যাচের ১৫টিতেই জয় আর বাকি চারটি ম্যাচে ড্র করেছে তারা। এই সময়ে গ্লাভস হাতে পরম নির্ভরতার প্রতীক হিসেবে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন ২৯ বছর বয়সী মার্টিনেজ। এছাড়াও চলতি বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফাইনালিসিমায়ও গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্টিনেজ। একবারের জন্যও নিজেদের জালে বল ঢুকতে দেননি তিনি। মার্টিনেজ জানিয়েছেন জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করতে পারাটা তার জন্য গর্বের। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘কোপা আমেরিকার জন্য আমরা ৪৫-৫০ দিন একসঙ্গে ছিলাম। জাতীয় দলের সতীর্থরাই আমাদের পরিবার হয়ে যায়। যারা আমাদের গর্বের উৎস। জাতীয় দলের হয়ে খেলা জীবনের অন্যতম গর্বের বিষয়।’ শুধু মার্টিনেজ একাই নন বরং কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসির নেতৃতে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্জেন্টিনা। বাছাইপর্বে দারুণ পারফর্ম করেছে তারা। সি গ্রুপে পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরবের সঙ্গে লড়বেন স্কালোনির শিষ্যরা। গত বছরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকা শিরোপা ছিনিয়ে আনার পর থেকেই অপ্রতিরোধ্য হয়ে গেছে আর্জেন্টিনা। চলতি মাসেই ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছেন তারা। যেখানে মেসি একাই করেছেন ৫ গোল। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট হয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে বিশ্বমঞ্চে নামার অনেক আগেই দারুণ এক সুখবরে ভাসল লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। জানা গেছে, ফিফা র্যাঙ্কিংয়ে আরও একধাপ এগোচ্ছে আর্জেন্টিনা। এ মুহূর্তে তারা রয়েছে চতুর্থ স্থানে। প্রথম স্থানে ব্রাজিল, তিন বছরের বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা বেলজিয়াম আছে দুয়ে। আর ফ্রান্স রয়েছে আর্জেন্টিনার আগে তৃতীয় স্থানে। আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস অনলাইন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী সপ্তাহে র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। তাতে আর্জেন্টিনা ফ্রান্সকে টপকে উঠে আসবে তৃতীয় স্থানে। আর উয়েফা নেশনস লীগে এখন পর্যন্ত বাজে পারফরম করায় তৃতীয় স্থান নিচে নেমে যাবে ফ্রান্স। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও বেলজিয়ামের অবস্থানের নড়চড় হচ্ছে না। ব্রাজিল প্রথম ও বেলজিয়াম দ্বিতীয় স্থানেই থাকবে।
Discussion about this post