স্পোর্টস রিপোর্ট: দেখতে দেখতে শেষ হতে চলল ফিফা বিশ্বকাপের ২২তম আসর। ইতিমধ্যে নিজ নিজ যোগ্যতায় কোয়ার্টার ফাইনালপর্ব অতিক্রম করেছে চারটি দল। স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি বর্তমান রানারআপ ক্রোয়েশিয়া। আর ফুটবলের বিস্ময় মরক্কোর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালপর্ব নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে ক্রোয়েটরা। গ্রুপপর্বে দুটি ড্র ও একটি জয় নিয়ে হয়েছিল গ্রুপ রানারআপ। আর দ্বিতীয় রাউন্ডে জাপানকে হারিয়েছে টাইব্রেকারে। দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠে আর্জেন্টিনা। অথচ এবারের আসরটা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেই শুরু হয় লিওনেল মেসিদের। অবশ্য পরের দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন লিওনেল স্কালোনির শিষ্যরা। রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে উঠে যায় কোয়ার্টারে। আর সেরা আটের লড়াইয়ে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। এদিকে কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে মরক্কো। গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র এবং বেলজিয়াম-কানাডার বিপক্ষে জিতে গ্রুপসেরা হয়ে প্রথমপর্ব অতিক্রম করে মরক্কো। সেরা ষোলোর লড়াইয়ে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ওঠে যায় সেমিফাইনালে। আর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। টানটান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে দিদিয়ের দেশামের শিষ্যরা। এর আগে ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এবং তিউনেসিয়ার কাছে হেরে গ্রুপসেরা হয় ফরাসিরা। আর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রবার্তো লেভানডোস্কির পোল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোল ব্যবধানে।
আগামী ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার প্রথম সেমিফাইনালটি হবে লুসাইল স্টেডিয়ামে। পরের দিন আল বায়েত স্টেডিয়ামে লড়বে ফ্রান্স আর মরক্কো। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। জয়ী দুই দল উঠে যাবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে।
Discussion about this post