ঢাকা: পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। জানানো হয়েছে, লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে।আগামী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ঢাকার বহু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারও একই পরিস্থিতি অব্যাহত থাকবে। সেদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় ৫৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post