ডেস্ক রিপোর্ট: সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।গেল সপ্তাহে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেয় সুদানের সেনাবাহিনী। এরপর থেকেই রাজপথে দেশটির সাধারণ মানুষ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে চলছে সহিংস প্রতিবাদ। শুক্রবারও রাজধানী খার্তুমের রাজপথে নামেন শত শত মানুষ। অভ্যুত্থানবিরোধী স্লোগানে মুখোর হয়ে ওঠে চারপাশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এসময় বিক্ষোভকারীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। বিক্ষোভ সহিংসতার মধ্যেই দেশটির কিছু কিছু জায়গায় খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান। অভ্যুত্থানের পর থেকে সবকিছু বন্ধ থাকলেও শুক্রবার ভয় আর আতঙ্কেই বিভিন্ন জায়গায় চলে বেচা-কেনা। এদিকে, সুদানের সামরিক অভ্যুত্থানের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবিলম্বে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সেনাবাহিনীকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন সুদানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত।
Discussion about this post