ঢাকা: দুর্নীতিবাজ ও দুস্কৃতকারী ব্যক্তিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ করতে সীমান্তে টহল ও নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ আগস্ট) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, অবৈধভাবে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নাম্বারে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হলো। এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে ১ জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে ০২ জন মোট ৪ জনকে আটক করা হয়েছে।
Discussion about this post