সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গুদামটির পাশেই রয়েছে নেমসন কনটেইনার ডিপো। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে তুলার গোডাউনের মেরামত কাজ করছিলেন শ্রমিকেরা। গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিং কাজ করার সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ তুলার উপর গিয়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গুদামের বড় একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমানের মালিকানাধীন গুদামটি ইউনিটেক্স লিমিটেড কারখানা ভাড়া নেয়। সুতা তৈরি কারখানার জন্য গুদামটিতে পর্যাপ্ত পরিমাণে বান্ডিল করা তুলা মজুত ছিল। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যোষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, স্থানীয় বাসিন্দাদের থেকে মোবাইল ফোনে তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপণে কাজ শুরু করেন। এ সময়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়। নুরুল আলম দুলাল আরও জানান, স্থানীয়রা গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিং কাজ করার সময় তুলার গুদামে আগুন লেগেছে বলে জানিয়েছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এর সঠিক কারণ তাঁরা এখনো নির্ণয় করতে পারেননি। বর্তমানে আগুন নেভানোর কাজ করছেন। তবে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন পাশের চারটি হোটেল ও চায়ের দোকানেও ছড়িয়ে পড়েছে। তারা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহায়তা চেয়েছেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিস দুটি ইউনিটও আসছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Discussion about this post