ঢাকা: সিলেটে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার দূরে ভারতের আসামে।’ এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
Discussion about this post