সিরাজগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার কারণে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় বেড়ি বাঁধের দুইটি স্থানে ৫০ মিটার এলাকায় ধ্বস দেখা দিয়েছে। এ ঘটনায় নদীতীরের বসতিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে নদীতে পানি বাড়লেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাউবোর এই কর্মকর্তা। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান সোমবার ভোরে উপজেলার জোতপাড়া নদীর ঘাটের পশ্চিমে অবস্থিত বেঁড়িবাধের দুইটি স্থানে অন্তত: ৪৫ মিটার এলাকার ব্লক নদীতে ধ্বসে গেছে। একটিতে প্রায় ৩৫ মিটার এবং পাশের আরেকটি স্থানে ৭/৮ মিটার এলাকার বেঁড়ি বাঁধের ব্লক নদীতে ধ্বসে গেছে। বিষয়টি সিরাজগঞ্জ পাউবো’র কর্মকর্তাদের অবগত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, সংবাদ পেয়ে বাধ ধ্বসের স্থান পরিদর্শন করা হয়েছে। ৫০ মিটার এলাকায় বেড়ি বাঁধের ব্লক নদীতে ধ্বসে গেছে। এতে আতঙ্কের কিছু নেই। মঙ্গলবার থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গনরোধ করা হবে।এদিকে, মাঝে কয়েকদিন কমলেও ২৯ আগস্ট থেকে যমুনা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। এতে সিরাজগঞ্জের ৫টি উপজেলা কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীতীরের নিম্নাঞ্চল নদীর পানিতে প্রবেশ করছে। এসব এলাকার আবাদি জমির ফসল তলিয়ে যাচ্ছে। নদীতীরের এসব এলাকার বসতিদের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
Discussion about this post