সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকার সাভার থেকে আওয়ামী লীগের নেত্রী রূপা (৬টি সাজাপ্রাপ্তসহ মোট ১৩ মামলার আসামি) ও তার স্বামী মাহফুজুর রহমানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুপা শাহজাদপুর উপজেলার ছোট বিনাদ্যায়ির গ্রামের বাসিন্দা। রোববার রাতে ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে এবং ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন রূপা। রোববার রাতে শাহজাদপুর থানার পুলিশ টিম বিশেষ ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে রুপাসহ ৩জনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিভিন্ন মামলার রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে শাহজাদপুর চৌকি আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post