সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার স্পাইডার ফেব্রিক্স নামের একটি ডাইং কারখানার সাব স্টেশনের ভেতর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আক্টোবর) রাতে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ধারণা উদ্ধার হওয়া লাশ চার থেকে পাঁচ দিন আগের। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। এ ঘটনায় ওই কারখানার নিরাপত্তা প্রহরীসহ সাতজনকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।
Discussion about this post