বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার আমতলী-দাড়িদহ আঞ্চলিক সড়কের মুখরজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হায়াত আলী (৩৫)। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী এলাকার ফতেহ আলীর ছেলে। নিহত হায়াত আলী পেশায় ট্রাকচালক ছিলেন। স্থানীয়রা জানান, প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে দাড়িদহ বাজার থেকে নিজ বাড়ি আমতলীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হায়াত আলী। তার মোটরসাইকেলে গুজিয়া মাঝপাড়া এলাকার ভোলা মিয়া নামক এক ব্যক্তি ছিলেন। একপর্যায়ে মুখরজান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দাড়িদহগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হায়াত আলী ও আরোহী ভোলা মিয়া আহত হলে হাসপাতালে নেয়ার পথে হায়াত আলী মারা যান। আহত ভোলা মিয়াকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বগুড়া ছিলিমপুর ( মেডিকেল) ফাড়ির এএসআই রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ মর্গে রাখা আছে।
Discussion about this post