স্পোর্টস রিপোর্ট: গেল মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল এবার যেন নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছে। আর চলতি বছরে তো জিততে ভুলেই গিয়েছিল। অতপর গেল সেই কাঙ্ক্ষিত জয়। সোমবার রাতে এভারটনকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে বছরের প্রথম জয় পেল লিভারপুল। ম্যাচে একটি করে গোল করেন মোহামেদ সালাহ ও কোডি গাকপো। এ জয়ের পর পয়েন্ট টেবিলের নয় নম্বরে উঠে এসেছে জার্গেন ক্লপের শিষ্যরা। ২১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২ পয়েন্ট। ২২ ম্যাচে এভারটনের সংগ্রহ ১৮ পয়েন্ট। এদিকে সর্বোচ্চ ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ম্যান সিটির। অনফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে লিভারপুল। পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয় স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়ে ছয়টি। আর গোল পেয়েছে দুটি। অন্যদিকে পুরো ম্যাচের ৪০ শতাংশ সময় নিজেদের অধীনে বল রাখতে পেরেছে সফররত এভারটনের শিষ্যরা। বল দখলে পিছিয়ে থাকা দলটি আক্রমণেও কোনো ধার দেখাতে পারেনি। লিভারপুলের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি। ম্যাচের শুরুতে থেকেই এভারটনের রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত রাখেন লিভারপুলের আক্রমণভাগের ফুটবলাররা। এরপরও প্রথম গোলের জন্য ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। এ সময় দলের হয়ে প্রথম গোলটি করেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই আসে দ্বিতীয় গোল। কোডি গাকপোর করা গোলে ব্যবধান দ্বিগুণ হয় লিভারপুলের। এরপর শেষ মিনিট পর্যন্ত আর কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
Discussion about this post