স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ সালাহর করা একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারের আফ্রিকান নেশনস কাপে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে মিসর। মরক্কোতে চলমান টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের ম্যাচে ১–০ ব্যবধানে জয় পায় সাতবারের চ্যাম্পিয়নরা।ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় মিসর। তবে তার আগেই কাজটি সেরে ফেলেন সালাহ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিভারপুল তারকা। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।দ্বিতীয়ার্ধের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে পেনাল্টির আবেদন করা হয়। মিসরের বক্সে বল হাতে লাগলেও ইয়াসির ইব্রাহিমের বিরুদ্ধে রেফারি কোনো ফাউল দেননি। ফলে দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার সুযোগ পায়নি।এটি এবারের টুর্নামেন্টে মিসরের টানা দ্বিতীয় জয়। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২–১ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচেও যোগ করা সময়ে জয়সূচক গোল করেছিলেন সালাহ।উল্লেখ্য, আফ্রিকান নেশনস কাপে সাতবার শিরোপা জিতেছে মিসর।
























































Discussion about this post