আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৬ জন। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৬৮ জন। বুধবার (৩ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৮৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৯৪ জন এবং মারা গেছেন ২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৬২ জন এবং মারা গেছেন ৬৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০৪ জন এবং মারা গেছেন ৩০ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৪ জন। একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ২২২ জন এবং মারা গেছেন ১৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ২৭ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৫৯২ জন এবং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৬ জন এবং মারা গেছেন ৫ জন। ভুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০০ জন এবং মারা গেছেন ৮ জন। তিউনেসিয়ায় আক্রান্ত হয়েছে ২৬৫ জন এবং মারা গেছেন ১১ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৭৬২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৭ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪১ জন।
Discussion about this post