ঢাকা : দেশের সব ক্যাম্পাসে বৃহস্পতিবার মানববন্ধন এবং শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় সারা দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি এবং শুক্রবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার মধ্যরাতে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল বাধে। রাত প্রায় আড়াইট পর্যন্ত চলে সংঘর্ষ। এর পর বুধবার সকালে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে রাস্তায় নামলে ব্যবসায়ীরা হামলা চালায়। এর পর থেকে দিনভর তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতেও থেমে থেমে উত্তেজনা দেখা দেয়। দুদিনের সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে এক পথচারী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Discussion about this post