ঢাকা: সারাবিশ্বে এখন অভিজ্ঞ রাজনীতিকদের খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক এসময়ে ইব্রাহিম রাইসির মৃত্যু খুবই মর্মান্তিক বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ মে) রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এসময় মির্জা ফখরুল ইরানের জনগণ, সরকার ও রাইসির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ইরানের জনগণ যেন এই শোকের সময়ে রাষ্ট্রের যে ভূমিকা তা যেন অক্ষুণ্ণ রাখতে পারে।
Discussion about this post