ঢাকা: সারাদেশজুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গত সাত দিনে ৩৯০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (৩০ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯৯টি বিভিন্ন ধরনের গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মোবাইল ফোন, ওয়াকিটকি, পাসপোর্ট, জালনোট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান অব্যাহত থাকবে, এবং সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো তথ্য থাকলে কাছের সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post