মোস্তাফিজুর রহমান সুজন(পটুয়াখালী)প্রতিনিধি: বৈষম্য মূলক কোটা ব্যবস্থার সংস্কারে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হিংসাত্মক যুক্তি এবং সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদল। ১৭ জুলাই বুধবার সকাল ৯টায় পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে পটুয়াখালী আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতা কর্মীরা শ্লোগান দিয়ে বলেন, সারাদেশের ছাত্র সমাজের আজ মৃত্যু হয়েছে। দেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য মুলক কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলা করে হত্যা করেছে। এটা কোন স্বাধীন দেশ হতে পারেনা এ কেমন প্রধান মন্ত্রী যার হিংসাত্মক বক্তব্যে গোটা ছাত্র সমাজ আজ মৃত্যু বরণ করে লাশ হয়ে ঘরে ফিরেছে। আমাদের বাবা মা পরিবারের লোকজন কতো কষ্ট করে লেখা পরা করতে বিভিন্ন বিশ্ব বিদ্যালযে ভর্তি করেছে। আজকে এই স্বাধীন বাংলাদেশে একটি চাকরির জন্য ছাত্রলীগ নামে সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হাতে জীবন দিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আমরা পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষে এই নৃশংস হত্যা মেনে নেবো না।
Discussion about this post