ঢাকা: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়ানোর ফলে শুক্র (২৯ ডিসেম্বর) ও শনিবার ( ৩০ ডিসেম্বর) এ কর্মসূচি চলবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফল হতে চলেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক স্থানে এ কর্মসূচিতে বাধা এসেছে। এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জনগণকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। জানা গেছে শুক্রবার ও পরদিন শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামীও। শুক্রবার বিকালে পুরানা পল্টন মোড়ে লিফলেট বিতরণ করবে গণতন্ত্র মঞ্চ। বেলা ৩টায় পান্থপথে ১২ দলীয় জোট, বেলা সাড়ে ১১টায় মগবাজার মোড়ে জাতীয়তাবাদী সমমনা জোট লিফলেট বিতরণ করবে। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, লেবার পার্টিসহ সমমনারাও লিফলেট বিতরণ করবে। এ ছাড়া মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপির আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। যুগপৎ আন্দোলনে না থাকলেও বেলা ৩টায় বিজয়নগরে লিফলেট বিতরণ করবে এবি পার্টি। জামায়াতে ইসলামীও একই কর্মসূচি পালন করবে। লিফলেট বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানার ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ করে স্থানীয় বধুয়া টাইলসের সামনে থেকে ধলপুর কমিউনিটি সেন্টার পর্যন্ত এলাকায় নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ভান্ডারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু, সদস্য আলম দেওয়ান, আলী আহমেদ সবুজ, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মোল্লা। দক্ষিণখান গার্লস স্কুল মোড় থেকে কাঁচাবাজার এলাকায় ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর।
Discussion about this post