ঢাকা: ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও বেশকিছু জেলায় ভারতের ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এক বৈঠকের পর এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন প্রতিদিন ২০০ এর উপরে ফ্লাইট চলাচল করে। এই সংখ্যা আরও বাড়ানো হবে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। এগুলোর মধ্যে আছে- ট্যুরিষ্ট বাড়াতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ট্যুরিজম ফেয়ার করা, বাংলাদেশের জন্য ভারতে অনারারি ভিসা সহজ করা, হেলথ ভিসাসহ অন্যান্য ভিসার সংখ্যা বাড়ানো ইত্যাদি। বাংলাদেশ বিমানের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের নানা রকম সমস্যা আছে। বিমানের অব্যবস্থাপনার যেসব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এগুলো কাটিয়ে উঠা সম্ভব। তবে, বিমানকে অ্যামিরাটসের সাথে তুলনা করা যাবে না।
Discussion about this post