আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক মাধ্যম টুইটারে দেশের চলমান শাসনব্যবস্থার সমালোচনার কারণে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আদালত। কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ আল-কাহতানি। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ২০২১ সালের জুলাইয়ে টুইটারে এক পোস্টের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিতে তার ৪৫ বছরের সাজা হয়। ওয়াশিংটনভিত্তিক অধিকার গোষ্ঠী ডিএডডব্লিউএনের বরাত দিয়ে। ডিএডডব্লিউএনের প্রতিষ্ঠাতা ছিলেন সৌদি আরবের প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তিনি খুন হন। ডিএডডব্লিউএন জানায়, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়। নুরাহ আল-কাহতানির সাজার বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি বলে জানায় দ্য গার্ডিয়ান। চলতি মাসেই সৌদিতে সালমা আল-শেহাব নামের এক নারীর ৩৪ বছরের কারাদণ্ড হয়। এ ঘটনার কয়েক সপ্তাহের ব্যবধানে নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো।
Discussion about this post