ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে নানা ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ তৈরি হয়েছে, যার মধ্যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টিও রয়েছে। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে শুধুমাত্র সংশ্লিষ্ট হল এবং দপ্তরগুলোতে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সাইবার বুলিং প্রতিরোধ করা।
Discussion about this post