ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম আজ ভোর ৪:৪৩ মিনিটে রাজধানীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে’ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ড. আসিফ নজরুল আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । সুপ্রিম কোর্ট সূত্রে জানা আজ দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।
Discussion about this post