ঢাকা: সদ্য সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই সাবেক ইসির মেয়ে আইরিন মাহবুব গণমাধ্যমকে তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আইরিন জানান, আজ দুপুর ১২টার দিকে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব তালুকদার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ভুগছিলেন। মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধরা উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কে এম নুরুল হুদার নেতৃত্বে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান মাহবুব তালুকদার। তাদের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি।
Discussion about this post