স্পোর্টস রিপোর্টার(মৌলভীবাজার): শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সোনালী অতীত (৯০) এফ সি বনাম কালীঘাট রোড ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় শ্রীমঙ্গল কালীঘাট রোডস্থ চলন্তিকা মাঠে সাবেক খেলোয়ারদের নিয়ে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী সোনালী অতীত (৯০) এফ সি ৩-০ গোলে কালীঘাট রোড ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে। সোনালী অতীত (৯০) এফ সি ক্লাব এর খেলোয়াড় সাজিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তুমুল উত্তেজনাপূর্ণ খেলাটি প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হয়। বিরতীর পর সোনালী অতীতের খেলোয়ার সাজিম ২টি ও মিজানুর রহমান মিজান ১টি গোল করে দলকে ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। এসময় অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল জব্বার আজাদ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: হানিফ। খেলা শেষে বিজয়ী দল সোনালী অতীত (৯০) এফসি ফুটবল দলের অধিনায়ক আলতাফ হোসেন মোর্শেদ ও বিজিত কালীঘাট রোড ফুটবল দলের অধিনায়ক মো: হেলাল এর হাতে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উত্তেজনাপূর্ন খেলাটি উপভোগ করেন।
Discussion about this post