আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আলিরেজা যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন। ইরানের রাষ্ট্রীয় শনিবার এ তথ্য জানিয়েছে। গেল কয়েকদিন ধরেই আলী আকবরীকে ছেড়ে দেওয়ার জন্য ইরানকে চাপ দিচ্ছিল যুক্তরাজ্য। এমনকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে বলেও খবর বেরিয়েছে। কিন্তু সেসব চাপ তোয়াক্কা না করে মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান। আলীরেজা ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু গুপ্তচরগিরির অভিযোগ ওঠার পর ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান। তার বিরুদ্ধে অভিযোগ তিনি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। পরে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আলিরেজা। গত বুধবার তার পরিবারকে কারাগারে যেতে বলা হয়। ওইদিন পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখার সুযোগ পান তিনি। এরপর তাকে নির্জন রুমে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্য ছাড়া যুক্তরাষ্ট্রও আলীরেজার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিয়ে সরব হয়েছিল। মার্কিন কূটনীতিক বেদান্ত পাটেল বলেছিলেন, ‘আলিরেজার মৃত্যুদণ্ড কার্যকর হবে বিবেকবর্জিত কাজ। তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ আলিরেজা যুক্তরাজ্যেরও নাগরিক হওয়ায় তার মুক্তির ব্যাপারে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা। কিন্তু ইরান তাতে সাড়া দেয়নি।
Discussion about this post