ঢাকা: সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একটি এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকাল সাড় ৮টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানার একটি হত্যা মামলা। এ মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে উত্তরা পশ্চিম থানার থানার মামলায় শুধু সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। খিলগাঁও থানার মামলায় গত ৫ আগস্ট হাফেজ জোনায়ের হত্যার ঘটনায় মামলা হয়। আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত ১৯ জুলাই মাদ্রাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।
Discussion about this post