ঢাকা: জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে।এতে যোগ দিতে আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে এক বছর পর এবার সীমিত আকারে অধিবেশনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জাতিসংঘের সাধারণ পরিষদের শুরুতেই ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন আবদুল্লাহ শহীদ। এরআগে ৭৫তম অধিবেশনের সমাপ্তি টানেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে বিশ্ববাসী। গত বছর ভাচুর্য়াল অধিবেশনের কারণে রাষ্ট্র ও সরকার প্রধানরা সশরীরে যোগ দিতে পারেন নি। করোনা মহমারির মধ্যে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কের সফর হবে সংক্ষিপ্ত এবং সফরসঙ্গীও হবে কম। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রতিদিনই নিউইয়র্কের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন তারা। প্রধানমন্ত্রীর ভাষণের দিনও উপস্থিত থাকবেন জাতিসংঘের সামনে। তবে করোনার কারণে এবার জাতিসংঘে সবার উপস্থিতির ওপর যেমন নিষেধাজ্ঞা আছে তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ মিলবে না কারও। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার।
Discussion about this post