স্পোর্টস রিপোর্ট: বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। সাত গোলের ওই ম্যাচে কিংসরা জিতেছে ৪-৩ গোল ব্যবধানে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান শক্ত করলেন অস্কার ব্রুজেনের শিষ্যরা। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বসুন্ধরা কিংস। সেই সুবাদে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন রবিনহো। অবশ্য ১৮তম মিনিটে এমফোন উদোর গোলে সমতায় ফেরে দল। ম্যাচের ২৬তম মিনিটে আবারও গোলের দেখা পায় বসুন্ধরা। গোল করে ব্যবধান গড়েন দেন ক্লাবটির অভিজ্ঞ ফুটবলার মতিন মিয়া। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রুজেন বাহিনী। বিরতি থেকে ফিরে আবার সাইফ স্পোর্টিংয়ের জালে বল পাঠায় স্বাগতিকরা। দলের হয়ে তৃতীয় নিজের দ্বিতীয় গোলটি করেন মিতন মিয়া। এ সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে বসুন্ধরা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। দুই গোলে পিছিয়ে থাকা দল খেলায় গতি বাড়ায়। তাতে মাত্র নয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে ফেরে সফরকারীরা। ৫৯তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম এবং ৬৭তম মিনিটে গোল করেন মোহাম্মদ রিয়াদুল হোসেন রাফি। তবে ড্র মেনে নিয়ে নারাজ বসুন্ধরা কিংস। ঠিক দশ মিনিট পরেই খালেদ শফিউলের গোলে আবারও এগিয়ে যায় দলটিভ পরে আর কোনো গোল না হলে ৪-৩ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন অস্কার ব্রুজেনের শিষ্যরা।
Discussion about this post