সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য সাতক্ষীরা-২, এস এম জগলুল হায়দার সংসদ সদস্য সাতক্ষীরা-৪, মো. নজরুল ইসলাম বিপিএম, পিপিএম আ্যডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম), মো. মফিজুর রহমান (সিনিয়র জেলা ও দায়রা জজ) সাতক্ষীরা, মোহাম্মদ হুমায়ুন কবির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, এ,কে ফজলুল হক, ভারপ্রাপ্ত (সভাপতি) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, সম্পাদক ও প্রকাশক ভোরের পাতা ও দ্য পিপলস টাইম, সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদস্য, কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এফবিসিসিআই পরিচালক। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, সকল উপজেলা চেয়ারম্যান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
Discussion about this post