নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা পড়িয়েছেন নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী। এদিন বেলা ১১টার দিকে তার মরদেহ নগরকান্দায় নেওয়া হয়। এসময় সর্বস্তরের হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়া দলের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন। এর আগে রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। এদিকে সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।
Discussion about this post