কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রেজুর মোহনায় মাছ ধরতে গিয়ে রাজাপালং পশ্চিম দরগাবিলের নুরুল ইসলামের পুত্র আজিজুল হক (২০)বৃহস্পতিবার বিকেলে সাগরে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি। ঐদিন থেকে নিহতের আত্মীয় স্বজনরা আজিজুল হকের অপেক্ষায় সমুদ্রের পাড়ে অবস্থান করে ২ দিন ধরে। অবশেষে শনিবার রাতে সাগরের কূলে আজিজুল হকের লাশ ভেসে আসলে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে রাত সাড়ে ১১ টায় নামাজে জানাযা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Discussion about this post