সৌমিত্র সুমন,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বড়দিনের সরকারী ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। সোমবার সকাল থেকে এসকল পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা ঘুরছেন ঘোড়ায়। দীর্ঘদিন পর সৈকতে বাড়তি পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার হোটেলের অধিকাংশ কক্ষ। এভাবে পর্যটকের আগমন থাকলে পিছনের লোকসান কাঠিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। ঝিনুক দোকানী আবুল ফরাজী বলেন আজকে খ্রীস্টানের বরদিনের ছুটিতে ভাল পর্যটক এসেছে। এভাবে পর্যটক আসলে আমরা পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারব। হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ মোতালেব শরীফ জানান, বড়দিনকে কেন্দ্র করে ভাল পর্যটক আসছে। প্রায় হোটেলে রুম বুকিং রয়েছে। আমরা জামাত-বিএনপি’র হরতাল অবরোধ চাইনা। কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আজকে বিগত দিনের চেয়ে অনেক পর্যটক বেড়েছে। আমরা তাদের সেবায় নিয়োজিত আছি।
Discussion about this post