স্পোর্টস রিপোর্ট: চতুর্থ দিনের প্রথম দুই সেশনে শ্রীলঙ্কার কোন উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। চা বিরতির সময় শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ১৫৫ ওভার খেলে করে ৪৫৯ রান। মনে করা হয়ছিলো বড় রানের লিড নিতে যাচ্ছে দলটি। কিন্তু চা বিরতির পর সাকিব আর এবাদতের ঝড়ে ১৬৫.১ ওভারে ৫০৯ রানেই থেমেছে শ্রীলঙ্কানরা। এই সয়ম অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪৫ রানে অপরাজিত আছেন। চান্ডিমাল ১২৪ রানে এবাদতের বলে আউট হয়েছেন। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লিড নিয়েছে ১৪১ রানে। বাংলাদেশের বোলারদের পক্ষে সাবিক ৫টি ও এবাদত ৪টি উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার শেষ ব্যাটসম্যান রানউইট হয়। প্রায় চার বছর পর ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। এবাদত ৩৮ ওভার বল করে ১৪৮ রান ও সাকিব ৪১.১ ওভার বল করে ৯৬ রান দিয়েছেন। বাংলাদেশ আজ দ্বিতীয় ইনিংসে ২৭ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে।
Discussion about this post