আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটিতে এক সফরকালে তিনি এ হুমকি দেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনোথ জানায়, কাটজ বলেন, ‘আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, আমাদের দীর্ঘ বাহু আবার তেহরানে পৌঁছাবে—এইবার আরও শক্তি নিয়ে এবং এইবার ব্যক্তিগতভাবে তোমার কাছেও।’ তবে ইসরায়েলের এই হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ। এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। চলমান উত্তেজনা থেমে আসে ২৪ জুন, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি কার্যকর হয়।
Discussion about this post