ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে ইলিশ মাছ ধরার উৎস থেকে এনে সরাসরি বিক্রি করতে পারলে এর দাম আরো কমানো সম্ভব। রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বিএফডিসি ভবনের সামনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিনা ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশ মাছ শুধু জাতীয় মাছ না। মাছটির সঙ্গে স্বাদ, রান্না, জীবনযাপন অনেক কিছু জড়িত। ক্রয়সীমার মধ্যে রেখে বাংলাদেশের মানুষের এই মাছ খাওয়ার অধিকার আছে। আমরা উদ্যোগ নিয়েছি। হয়তো সবাইকে সন্তষ্ট করতে পারবো না। তবে আমরা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আরও বেশি কীভাবে মানুষের মাঝে ইলিশ পৌঁছাতে পারি সেই চেষ্টা করবো।
Discussion about this post