ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। তিনি বলেন, এই অনির্বাচিত অবৈধ শেখ হাসিনা সরকার গুম করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। ইতোমধ্যে আমাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে লাঠিয়াল বাহিনীকে লেলিয়ে দিয়েছে। কিন্তু স্পষ্ট কথা, কোনো লাঠিয়াল বাহিনী দিয়ে কাজ হবে না। গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে ‘স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলছি, গুমের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। অন্যথায় গুমের সঙ্গে জড়িত সরকারকে যেভাবে বিচার করা হয়েছে, তেমনিভাবে আপনাদেরও (সরকার) বিচারের সম্মুখীন করা হবে। মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দলের নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকারকে সরাতে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে।
Discussion about this post