ঢাকা: দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেশ কিছু এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতা-কর্মীরা। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে শনিবার রাজধানীর রামপুরা ভোট বর্জনের আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর জাতীয় প্রেসক্লাব এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ – আওয়ামী লীগ ভোটের খেলায় জনগণ নেই, ভোট বর্জন করে মানুষ সরকারের ওপর অনাস্থা জানাবে। একই এলাকায় মিছিল করে লিফলেট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান। তিনি বলেন, দমন-পীড়ন করে সরকার বিএনপির আন্দোলন দমাতে পারবে না।
Discussion about this post