ঢাকা: সরকার বিগত সময়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছে। রোববার (১৪ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল’স (বিইউপি)-এর ন্যাশনাল ল ফেস্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ কথা জানান।তিনি বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত সরকারের আমলে প্রতি বছর ১৯ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, যা দেশের তিনটি বার্ষিক বাজেটের সমান।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এই পরীক্ষাটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং ৫০ জন বিচারক অংশ নেন। আয়োজকদের মতে, এই উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরের দক্ষতা বৃদ্ধি এবং আইনচর্চা, নীতিনির্ধারণ, পাবলিক স্পিকিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক উন্নত করা।
Discussion about this post