ঢাকা: সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাই এই সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে তিনি বলেন, এ ছাড়া অন্য কোনো পথ নাই। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে এক মানববন্ধনে কথা বলেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কর্তৃত্ববাদী শাসক সব সময় নির্লজ্জ হয়। এদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। এরা চোখের উপরে এত মিথ্যা কথা এত লুটপাট করতে পারে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সম্ভব না। তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে গতকাল বিএনপি আইনজীবীদের ও সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে এটা অকল্পনীয় একটা ঘটনা। দেশের সর্বোচ্চ বিচারালয়ে এভাবে গুণ্ডামি হয় এটা ভাবা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশের সবচেয়ে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, মীর সরাফত আলী সপু, মুন্নাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে। তাদেরকে মুক্তি দিন। তা না হলে এদেশের জনগণ জেলের তালা ভেঙে তাদেরকে মুক্ত করবে। তিনি বলেন, কোর্টের, আইনের, বিচারের কী অবস্থা এটা আমরা সবাই প্রত্যক্ষ করছি। আমরা এখন দেখছি, যে লক্ষ্যে এই দেশ স্বাধীন করা হয়েছিল, ৩০ লাখ শহীদ হয়েছে, লাখ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে, সেই দেশে বর্তমানে মানুষ ভোট দিতে পারে না। এই আওয়ামী লীগ মইন ও ফখরুদ্দিনের কাঁধে ভর করে তথাকথিত কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের অবস্থাটা কী করেছে। এই সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের সম্মান নষ্ট করেছে। এ সরকার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই যার দাম বাড়ায়নি। তারা দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই এই সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। এ ছাড়া অন্য কোনো পথ নাই। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Discussion about this post