ঢাকা: চলতি মাসে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান তিনি। বুধবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। করোনা পরবর্তী সময়ে দেশের মানুষের আর্থিক দুরবস্থার মধ্যে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণকে আরও দুর্ভোগে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, সরকার জনগণকে মানুষই মনে করছে না। চরম কষ্টে থাকা জনগণকে এবার সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিল। আবারও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, কয়েক দিন আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর এবার বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা সিদ্ধান্তের ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে বলে মন্তব্য করে তিনি বলেন, কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে। জনগণের জীবনযাত্রার ব্যয় আরো বৃদ্ধি পাবে। এরআগে বুধবার (১৮ জানুয়ারি) শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপনে বিদ্যুৎ, সার, ক্যাপটিভ ও শিল্প খাতে ১৪ থেকে ৩০.৫০ টাকা বৃদ্ধির কথা বলা হয়, যা আসছে ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
Discussion about this post